শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোঃ এনামুল হক বিপ্লব, কুড়িগ্রামঃ
আবারও মটরসাইকেল প্রতীক নিয়ে আসন্ন ৬ষ্ঠ পর্যায়ের দ্বিতীয় ধাপের রাজারহাট উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভোটযুদ্ধে লড়াই করবেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
তিনি ৫ম উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে নিকটতম প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে মটরসাইকেল প্রতীকে ৪৬হাজার ভোট পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন।
আগামি ২১ মে রাজারহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার৮শত ৫১জন ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৩ হাজার২৯ জন ও মহিলা ভোটার সংখ্যা :৮৪ হাজার ৮শত২২জন।
বৃহস্পতিবার(০২ মে) দুপুর সাড়ে ১২ঘটিকায় কুড়িগ্রাম জেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মো: বরমান হোসেন।
রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে এছাড়াও চেয়ারম্যান পদে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুনুর মো: আক্তারুজ্জামান,কাপ-পিরিচ প্রতিকে আবু তালেব সরকার এবং ঘোড়া প্রতিকে এটিএম ফিরোজ মন্ডল।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশিকুল ইসলাম সাবু, চশমা প্রতিকে অজয় কুমার সরকার, তালা প্রতিকে আবদুল ওয়াহেদ সরকার, টিউবওয়েল প্রতীকে নাজমুল হুদা নাজু প্রতিদ্বন্দ্বীতা করবেন।
নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকে কোরাইশি লায়লা, ফ্যান প্রতীকে রত্মা বেগম,হাস প্রতীকে ফারজানা আক্তার ও ফুটবল প্রতীকে মাধবী রানী প্রতিদ্বন্দ্বী করবেন।