শুক্রবার , ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আরিফুল ইসলাম, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের সখিপুর উপজেলার বোয়ালী পশ্চিম পাড়ার মৃত মোজাফফর মিয়ার ছেলে আলহাজ মিয়ার (৪৫) স্বপ্নের ভুট্টা ক্ষেত এক নিমিষেই শেষ করে দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার ১৭ ফেব্রুয়ারি রাতের আঁধারে ৮/১০ শতাংশ জমির রোপণ কৃত ভুট্টা চারা কেটে নষ্ট করে ফেলেছে বলে অভিযোগ করেন আলহাজ্ব মিয়া। অভিযোগের তীর তারই ছোট ভাই ফরিদের দিকে।
আলহাজ্ব মিয়া বলেন যে, তার ছোট ভাই ফরিদ মিয়ার সাথে জায়গা নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে ।
গত ১৭/০২/২০২৫ তারিখ রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় আমার ছোট ভাই ফরিদ ও অজ্ঞাত সন্ত্রাসী নিয়ে এসে আমাদের উপর অতর্কিত হামলা করার চেষ্টা করে কিন্তু স্থানীয় লোকজন সেখানে দ্রুত উপস্থিত হওয়ায় মারধরের হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়।
১৮ তারিখ সকালে উঠে ভুট্টা ক্ষেতে গিয়ে দেখতে পায় সেখানকার সকল ফসল নষ্ট করে ফেলেছে। আলহাজ অভিযোগ করে বলেন, আমার ছোট ভাই ফরিদ মিয়া ও তার লোকজনই এ কাজ করেছে।
তিনি তার ভাই ফরিদ মিয়াকে দায়ী করে সখিপুর থানা একটি সাধারণ ডায়রি করেন।
তিনি আরো বলেন, এতে আমার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই। অভিযুক্ত ফরিদ মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা কে বা কারা ভুট্টা ক্ষেত নষ্ট করেছে।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, ঘটনা সত্যতা নিশ্চিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.songbadtoday.com/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%a7/