রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মো: একরামুল হক, রায়গঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ স্কাউটস উপজেলা ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্কাউটস রায়গঞ্জ শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও এডহক কমিটির সদস্য শাহীনুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন প্রমুখ।
পরে দ্বিতীয় পর্বে উপস্থিত কাউন্সিলরদের ব্যালট ভোট ও প্রস্তাব-সমর্থনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য রায়গঞ্জ উপজেলা স্কাউটস কমিটি গঠন করা হয়।
সম্মেলনে এমএম আনোয়ারুল ইসলাম কে স্কাউটস কমিশনার ও মফিজ উদ্দিন শেখ কে সাধারণ সম্পাদক পদে ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।
এ সময় সর্বসম্মতিক্রমে সহ সভাপতি, যুগ্ন সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচন করা হয়। এ কমিটি পরবর্তী সময়ে রায়গঞ্জ উপজেলা স্কাউটস এর পূর্নাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানা যায়।
রায়পুরে ত্রাণের টিন যুবলীগ নেতার গোয়াল ঘরে-পুলিশকে খবর দেয়ায় হিন্দু বৃদ্ধকে মারধর !