রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বিতীয়বারের মত অধ্যক্ষ মামুনুর রশীদ বিজয়ী হয়েছেন। তার সাথে এডভোকেট মারুফ বিন জাকারিয়া দ্বিতীয়বারের মত ভাইস চেয়ারম্যান ও হাসিনা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
বুধবার রাত ৮টার দিকে ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও রামগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সুচিত্র রন্জন দাস।
নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৬৮টি। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৫০২ জন। মহিলা ভোটার ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন। বুথ সংখ্যা ৫৫৯টি।
এর মধ্যে নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৬৩১২ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশীদ বেসরকারিভাবে নির্বাচিত হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন হাওলাদার (মোটরসাইকেল) পেয়েছেন ৩৪০১৬ ভোট।
উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা বলেন, উপজেলার পৌরসভাসহ ১০টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৭৯টি। ভোটার সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৮৬৮টি। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ৫০২ জন।
মহিলা ভোটার ১ লাখ ১৯ হাজার ৩৬৬ জন। বুথ সংখ্যা ৫৫৯টি। কেন্দ্রের মধ্যে ঝুঁকিপুর্ণ কেন্দ্র রয়েছিলো মোট ৭৯টি । তার মধ্যে অতিঝুঁকিপুর্ণ ৩৫ টি।