বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রায়পুরে বেওয়ারিশ কুকুরের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে শহরবাসী। সর্বত্র যেন কুকুরেরই আধিপত্য চলছে। ১০ থেকে ১৫টি করে একেকটি কুকুরের দল পৌর শহরের প্রধান প্রধান সড়ক দাপিয়ে বেড়াচ্ছে।
স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিশু, পথচারীসহ সাধারণ মানুষকে তাড়িয়ে কামড়ানোর চেষ্টা করছে সংঘবদ্ধ কুকুরের দল। এ সময় কেউ চলন্ত যানবাহনের সামনে পড়ে ঘটছে দুর্ঘটনা।
সম্প্রতি নতুনবাজার এলাকায় এক রাখালের ৫টি ছাগলকে কামড় দিয়ে জখম করে। তিনটি ছাগল মারা যায়। বুধবার সকালে স্কুল থেকে বাসায় ফেরার পথে আয়মান বিন আজাদ নামের এক শিশুকে দৌড়ানি দিলে আহত হয়।
কয়েকজন ভুক্তভোগী জানান, কুকুরের প্রজননের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পৌর শহরসহ উপজেলাব্যাপী কুকুরের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। কিন্তু অমানবিক হওয়ায় উচ্চ আদালতের নির্দেশে ২০১২ সাল থেকে সারা দেশে কুকুর নিধন বন্ধ রয়েছে। ফলে পৌর কর্তৃপক্ষ কুকুর নিধন করতে পারছে না।
সরেজমিনে দেখা যায়, সংঘবদ্ধ কুকুরের দল শহরের নতুন বাজার এলাকা, টিসি সড়ক, উপজেলা রোড, খাজুরতলা, জনতা বাজার, পোষ্ট অফিস সড়ক, সরকারি হাসপাতাল সড়ক ও, মহিলা কলেজ সড়কসহ উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াচ্ছে।
জিয়া উদ্দিন নামের এক শিক্ষক বলেন, ‘কুকুরের ভয়ে আমার ছেলে একা বিদ্যালয়ে যেতে ভয় পায়।’উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন না পেয়ে রোগী নিয়ে অনেকে পড়ছেন বিপদে।
খুশবু আক্তার নামের এক গৃহিনী একই বক্তব্য দিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম জানান, হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন বরাদ্দ নেই।
রোগী এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। রায়পুর পৌরসভার সচিব আবদুল কাদের বলেন, কুকুরের উপদ্রব নিয়ে মানুষ প্রতিনিয়ত অভিযোগ নিয়ে আসছে। কিন্তু কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় তাঁরা কিছুই করতে পারছেন না।