বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ
তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ট অবস্থার মধ্যে লক্ষ্মীপুরের রায়পুরে ঝড়-বৃষ্টির দেখা হচ্ছে।
কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যায়। তার সাথে মাঝে মাঝে বজ্রপাতের ঘটনাও ঘটেছে।
এছাড়া ঝড়বৃষ্টি আসার সাথে সাথে দুপুর দুইটা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ১০টি ইউপির প্রায় লক্ষাধিক গ্রাহক চরম বিপাকে রয়েছেন।।
সোমবার (৬ মে) বেলা ২টা থেকে রাত সাড়ে ৮টা রায়পুরের বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে।
এতে শহরের নতুনবাজার, মহিলা কলেজ সড়ক খাজুরতল এলাকা,,টিএনটি সড়ক, উপজেলা পরিষদ চত্তর, পল্লি উন্নয়ন ব্যাংক, থানার মোড়ে সর্দার বাড়ী এর সামনে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা ঠাণ্ড হয়। প্রায় ৮ ঘণ্টাব্যাপী ঝড়ো বাতাস বয়ে যাওয়ার পরপরই বিকেল ২টা ১৫মিনিটে শুরু হয় ঝড়-বৃষ্টি।
উপজেলা শহর ছাড়াও পশ্চিম কাঞ্চনপুর, দেনায়েতপুর, নতুনবাজার, হায়দরগন্জ, রাখালিয়া, হাসপাতাল এলাকাসহ বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার খবর পাওয়া যায়।
আবহাওয়া অফিস জানিয়েছিল সোমবার থেকে লক্ষ্মীপুরের উপকূলীয় অঞ্চলসহ দেশের ৮ বিভাগে ঝড়-বৃষ্টি বাড়তে পারে। এতে তাপপ্রবাহের তীব্রতা আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।