বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক ও ডাকাতিসহ একাধিক মামলায় ১০ বছর করে ২০ বছরের পৃথক দন্ডপ্রাপ্ত পলাতক দুই আসামি মো. জাকারিয়া ওরফে হোন্ডা সজিব (২৬) ও কসাই সুমনক–কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার ও সোমবার রাতে (৯-১০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকা থেকে সজিবকে এবং পৌরসভার মধুপুর এলাকা থেকে কসাই সুমনকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১০ জুন) সকালে সজিবকে ও কসাই সুমনকে আদালতের মাধ্যমে লক্ষ্মীপুর কারাগারে পাঠানো হয়েছে।
সজিব রায়পুর পৌরসভার দক্ষিণ দেনায়েতপুর এলাকার শফিক মিয়ার ছেলে এবং কসাই সুমন পৌরসভা মধুপুর গ্রামের নুরনবির ছেলে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া জানান, মাদক ব্যাবসায়ী সজিবের বিরুদ্ধে মাদক, চুরি ও ডাকাতিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে।
তিন মামলায় সজিবকে ১০ বছরের সাজা দেয়া হয়। কসাই সুমন ১টি জিআর সাজা, ৯ মাসের ১টি জিআর সাজা, ৬ মাসের ১টি জিআর সাজা ও ১টি জিআর নরমাল ওয়ারেন্ট সহ ৪টি ওয়ারেন্টে ছিলো।
এছাড়াও কসাই সুমন মাদক মামলায় ১০ বছরের দন্ড প্রাপ্ত আসামী। তাদের উভয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সাজা এড়াতে সজিব ও কসাই সুমন দীর্ঘদিন জেলার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো।
সাধারণ মানুষ চাইলেই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব-ডঃ সরওয়ার