শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রায়পুরে পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে ছাত্র, যুব ও তাঁতীদলের নেতাকর্মীরা ।
শনিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার সময় পৌরসভার পুরাতন শহীদ মিনার থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসটার্মিনাল এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ করে দুই শত নেতা-কর্মী।
বিক্ষোভ সমাবেশ বক্তারা বলেন, আওয়ামী লীগের মেয়রসহ কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। যারা এখনো দায়িত্ব পালন করছে তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করে, তাহলে নেতা-কর্মীরা গণভবনের মতো রায়পুর পৌরসভায়ও সেই অবস্থা তৈরি করবে।
এসময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও পৌরসভার হিসাব রক্ষক নুরে হেলাল মামুন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুর রহমান ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি রিপন মিয়াজি, পৌর তাঁতী দলের ১ম যুগ্মআহবায়ক মোঃ হোসেন,, পৌর ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশাত ও সাবেক সভাপতি রুবেল হোসেন প্রমুখ।