রাস্তা থেকে কুড়িয়ে আনলেন জেলা প্রশাসক
চাঁদপুর হাসপাতালে মৃত যুবকের স্বজনরা আসেনি
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রাম ঘোষ (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৬ মার্চ বুধবার রাত ৯ টায় হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের ভর্তির রেজিস্ট্রার খাতা থেকে জানা গেছে মৃত্যু ওই যুবকের বাড়ি চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী বাজার পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামে।তার পিতার নাম নারায়ণ ঘোষ।
সরকারি হাসপাতাল সূত্রে জানা যায় পরিচয়হীন ওই যুবক একজন মানসিক রোগী ছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসের ৩১ তারিখ থেকে সে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে চিকিৎসাধীন ছিলেন।
জেরা স্কাউটস সম্পাদক হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক জানান, জেলা প্রশাসন কামরুল হাসান হাইমচরে সরকারি কাজে যাওয়ার সময় রাম ঘোষকে রাস্তার পাশে পরে থাকতে দেখে স্হানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান।
হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তার পরিবারের কেউ তার সাথে দেখা করতে আসেনি। তার মৃত্যু হওয়ার পরে ও পরিবারের বা তার কোন আত্মীয়-স্বজন কেউ হাসপাতালে এসে তার খোঁজ নেয়নি।
জানাযায় তার চিকিৎসার ব্যায় ভার জেলা প্রশাসক কামরুল হাসান নিজেই বহন করেছেন। তাছাড়া হাসপাতার কতৃপক্ষ রাম ঘোষকে ঔষধ ও চিকিৎসা সেবা দিয়ে ও বাঁচাতে পারেনি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি কেয়ারের ডিউটিরত চিকিৎসক মোঃ সাকিব জানান, রাম ঘোষ ঠিকমতো খাওয়া দাওয়া করতো না। তার মানসিক সমস্যা ছিলো। এতদিন সে হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। বুধবার রাত নয়টায় চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
রম ঘোষের মৃত্যুর বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসক কামরুল হাসানের নির্দেশে শিক্ষা ও আইসিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিকের সাথে যোগাযোগ করেন। তারপর জেলা প্রশাসনের নির্দেশে রাম ঘোষের অন্তুষ্টিক্রিয়া হরিবোলা সমিতির অর্থায়নে সম্পন্ন করা হয়।
হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক আরো জানান রাম ঘোষের শ্রাদ্ধনুষ্ঠান হরিবোলা সমিতির মাধ্যমেই করা হবে।
https://www.songbadtoday.com/?p=82532
Post Views: ১৫২