বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মাচ্চেন্টস একাডেমি : কারো মাথার চুল পুরোই সাদা হয়ে গেছে, কারো বা সাদা-কালো। দীর্ঘদিন পরে একত্রিত হয়ে একে অপরকে করেন আলিঙ্গন। আড্ডা আর হাসিতে চললো স্কুলের ফেলেআসাদিনগুলোর স্মৃতিচারণা।
রায়পুর সরাারি মাচ্চেন্টস একাডেমির সাবেক ছাত্র-ছাত্রীদের উদ্যোগে উদযাপিত হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের “গ্র্যান্ড পূনর্মিলনী”।
প্রায় ৫ শতাধিক সাবেক শিক্ষার্থী এতে অংশগ্রহনে উচ্ছাসে অনুষ্ঠান এক মিলন মেলায় রুপ নিয়েছে। সকাল থেকে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে ছুটে আসেন।
আজ সোমবার (১১ জুলাই) সকাল ১১টায় স্কুলের সামনে বেলুন উড়িয়ে ‘ গ্র ্যান্ড পূনর্মিলনী”উদ্বোধন করেন রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নবগঠিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ।
রায়পুর পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে বণার্ঢ্য শোভাযাত্রায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা জেলা পরিষদের (ডাক বাংলো) অডিটোরিয়াম মিলিত হন।
বক্তব্যে তিনি বলেন, মাচ্চেন্টস’র শিক্ষার্থীরা বিপদে-আপদে হাতে হাত রেখে একে অপরকে সহযোগিতা করেন।এ বন্ধন টিকে থাক অনন্তকাল। তিনি সবার সুস্থতা ও সফলতা কামনা করেন।
এ সময় রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট, উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিল্লুর রহমান, প্রাক্তন ছাত্র রায়পুর সরকারি হাসপাতালের ডাক্তার রাশেদুন্নবী হাসান, তন্ময় কুমার পালসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী-উপস্থিত ছিলেন।
‘গ্র্যান্ড পূনর্মিলনী’তে দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। এছাড়া শিশুদের জন্য ছিল খেলা ও বিশেষ আয়োজন।
প্রসঙ্গত, ১৯৫৩ সালে রায়পুর মার্চ্চেন্টস একাডেমী প্রতিষ্ঠা হয়। ২০১৯ সালের ১৭ই ফেব্রুয়ারি এটি সরকারিকরণ করা হয়। বর্তমানে এ প্রতিষ্ঠানে ১১২৫ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত রয়েছে।