শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
কামাল উদ্দিন ভূইয়া, সোনারগাঁওঃ
বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ১ নং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রূপগঞ্জ উপজেলা যুবদলের নেতা মোঃ বিল্লাল মুন্সী।
বুধবার (১২ফেব্রুয়ারী) বিকালে যুবদলের নেতা বিল্লাল মুন্সী নেতৃত্বে বিশাল মিসিল নিয়ে রূপগঞ্জ থানার গোলাকান্দাইল এলাকায় দিপু ভূইয়ার নিজ বাসভবনে এই শুভেচ্ছা জানান।
বিল্লাল মুন্সী বলেন, আমরা রূপগঞ্জ থানার যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুজ্জামান ইমন এর নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, আজ আমাদের নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ভাই নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ১ নং যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই।
আমি আওয়ামী সময়ে বারবার কারা নির্যাতনের শিকার হয়েছি, দিপু ভুইয়া’র নেতৃত্বে আন্দোলন সংগ্রামের রাজপথ গরম করেছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠে কাজ করে দিচ্ছি।