বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের রায়পুরে আইনশৃংলা কমিটির সভায় ও পশুর হাট ইজারা দেওয়ার সময় নির্দেশনা ছিলো কোন সড়কের উপর পশুরহাট বসানো যাবে না। কিন্তু সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইজাদাররা ব্যাস্ততম সড়কগুলো বন্ধ করে পশুর হাট বসিয়েছেন।
মীরগন্জে সড়কের মাঝখানে একজন কর্মীকে দিয়ে পাহাড়া বসিয়ে যান চলাচল অন্য সড়কে চলাচলের যাওয়ার নির্দেশনা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে দেখাযায় রায়পুর-রামগন্জ-সদর উপজেলার চতুর্মুখী আঞ্চলিক সড়কের মধ্যখানে মীরগন্জ বাজারের পাশে সড়কের উপর পশুরহাট বসানো হয়েছে। সড়কের ওপর গরু এমনভাবে পথ আটকানো থাকে যা দেখে যে কারও মনে হতে পারে এটি কোনো সড়ক নয়, বরং গরু-ছাগলের হাট। এমন অবস্থায় যানবাহন চলাচলে যেমন ভোগান্তি বাড়ছে তেমনি দুর্ভোগ বাড়ছে স্থানীয়দেরও। কয়েক বছর ধরে যানবাহন চালক- সাধারণ মানুষের এমন দুর্বিষহ অবস্থার কেন অবসান হচ্ছে না সেটি জানেন না কেউ।
উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উপর গরু-ছাগলের হাট বসায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট।
রায়পুর-হায়দরগন্জ সড়কের নতুন বাজার এলাকা, রায়পুর-পানপাড়া সড়কের জোড়পুল, কেরোয়া ইউপির ক্লাবের সামনের সড়ক, কেরোয়া মানছুরা উচ্চ বিদ্যালয় ঢুকতে সামনে রাস্তা, চাঁদপুর সড়কে বোয়াডার বাজার, রায়পুর-কাপিলাতুলি সড়কের কেএসপি উচ্চ বিদ্যালয় মাঠ-সড়ক, রায়পুর-মীরগন্জ বাজার সড়কে লুধুয়া ভুইয়ারহাট সড়কসহ উপজেলার বিভিন্ন (১৫টি) সড়কে ওপর বসছে গরুর হাট।
এতে পথচারী ও যান চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ। অবৈধভাবে সড়কে চলমান এ গরু-ছাগলের বাজার নিয়ে কর্তৃপক্ষের কোনো হস্তক্ষেপ না থাকায় এটি এখন সাপ্তাহিক গরুর বাজারেও পরিণত হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার এসব হাটবাজারে শত শত ক্রেতা-বিক্রেতার ভিড়। গরু-ছাগলের বর্জ্যে সড়ক এলাকায় তৈরি হয়েছে এক নোংরা অবস্থার। হাটবারে ব্যস্ততম এ সড়কে ভিড় বাড়ে যানবাহনের।
অপরদিকে সড়কের দু’পাশে সারিবদ্ধভাবে গরু-ছাগলসহ শতাধিক পাইকার দাঁড়িয়ে থাকায় তৈরি হয় এক দূষিত পরিবেশের।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, অপরিচ্ছন্ন, নোংরা বর্জ্যের গন্ধে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। ব্যবসায়ী ও স্থানীয়রা সড়কের জনদুর্ভোগ লাঘবে শিগগিরই প্রশাসনের দৃষ্টি কামনা করেন। তাদের প্রত্যাশা, অতি দ্রুত যাতে গরুর হাটটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
আঞ্চলিক সড়ক বন্ধ করে পশুরহাট বসানোর বিষয়ে রায়পুরের কেরোয়া ইউপি সদস্য ও মীরগন্জ বাজার পশুরহট ইজারাদার মোঃ সোহেল ও সোহাগ বলেন, দুইদিনের জন্য সড়কে হাট বসানো হয়েছে। পরে সড়ক খুলে দেয়া হবে। যান চলাচলের জন্য বিকল্প সড়ক ব্যাবহার করতে চালকদের বলা হয়েছে। স্কুল মাঠের ইজারাদারগন বলেছেন, কিছু… নিয়ে যান। রিপোট লেখলেও কোন লাভ হবেনা।
সোমবার দুপুর ২টার সম (২ জুন) মোবাইল ফোনে মীরগন্জ বাজারে সড়ক বন্ধ করে পশুরহাট বসানো বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান খাঁন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভুইয়াকে জানানো হয়।
ইউএনও বলেন, বিষয়টি ওসিকে জানালে হবে।
ওসি নিজাম উদ্দিনকে ফোন দিলে বলেন, এটা আমাদের কাজ না। ম্যাজিষ্ট্রেট আদালত করবেন, আমরা সহযোগিতা দিবো। কিন্তু ব্যাবস্থা নেয়া হয়নি।