শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে হোসাইন আহম্মদ হেলাল সভাপতি ও সাইদুল ইসলাম পাবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের ৭৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। হেলাল দৈনিক নতুন চাঁদের সম্পাদক ও প্রকাশক এবং পাবেল বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ এর লক্ষ্মীপুর প্রতিনিধি।
নির্বাচিত অন্যরা হলেন-সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কোষাধ্যক্ষ ফিরোজ উদ্দিন হাওলাদার, দফতর সম্পাদক সাকের মোহাম্মদ রাসেল, প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু, ক্রীড়া ও সমাজসেবা সম্পাদক নজরুল ইসলাম দিপু, কার্যনির্বাহী সদস্য রেজাউল করিম পারভেজ ও রবিউল ইসলাম খান।
নির্বাচন পরিচালনা করেন অ্যাডভোকেট শফিক আহম্মেদ, অ্যাডভোকেট মাহমুদুল হক সুজন ও অ্যাডভোকেট রিয়াজ হোসেন মাহমুদ।