বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
লাকসাম প্রতিনিধিঃ
জায়নবাদি ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে অব্যাহত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থনে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লাকসামে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখা।
শুক্রবার (১৭ই মে’২৪) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের লাকসাম বাইপাসের হাউজিং এস্টেট এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি শাহাদাত হোসাইন-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসাইন-এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুদ্দীন হামিদী।
এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাবেক সভাপতি মাওলানা সৈয়দ জামাল উদ্দিন, সহ-সভাপতি সালাহুদ্দীন শিহাব, সাংগঠনিক সম্পাদক এনায়েতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক নূরে আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তাগণ বলেন, জায়নবাদী ইজরাইল ফিলিস্তিনি মোসলমানদের উপর বার বার সন্ত্রাসী হামলা করছে। তারা যুদ্ধ নীতি ভঙ্গ করে বেসামরিক নাগরিকদের উপর হামলা করছে।
এছাড়াও তারা হাসপাতালে হামলা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড তারা প্রতিনিয়তই করে যাচ্ছে।
বক্তারা বাংলাদেশ সরকারকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দকে পুণরায় প্রতিস্থাপন, ইসরাইলের সাথে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।
এছাড়া ফিলিস্তিনে নিরপরাধ নারী-পুরুষ ও শিশুদের উপর ইসরায়েলের অমানবিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।