লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেলে পৌর শহরের জগন্নাথ বাড়িতে এ উৎসব উদযাপন করা হয়।
ওইদিন জগন্নাথ বাড়ি সংলগ্ন লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ রশি টেনে রথ প্রদক্ষিণ করে।
পূজারী রাজিব চক্রবর্তীর পরিচালনায় উল্টো রথযাত্রায় উপস্থিত ছিলেন, জগন্নাথ বাড়ির মন্দিরের সভাপতি এডভোকেট রনজিত রায় চৌধুরী টিংকু, সহ-সভাপতি পার্থ চৌধুরী, সেক্রেটারি অরবিন্দ সাহা বিন্দু, প্রবীর সাহা নিমাই সাহা, বিশ্বতম সাহা বিশু, রানা সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো দর্শনার্থী ও ভক্তবৃন্দ।
জগন্নাথ বাড়ির মন্দিরের সভাপতি ও চাঁদপুর জেলা জজ আদালতের পিপি এডভোকেট রনজিত রায় চৌধুরী টিংকু বলেন, শত শত বছর ধরে ঐতিহ্যবাহী এ মন্দিরে হাজারো ভক্তের অংশগ্রহণে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।
এবারো ১০/১৫ হাজার লোক উৎসবে অংশ নেন। আমাদের পূজা উদযাপন কমিটির সেক্রেটারি অরবিন্দ সাহা বিন্দুসহ সকল নেতৃবৃন্দের প্রচেষ্টায় সুন্দরভাবে এ উৎসব সম্পন্ন হয়েছে। আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনসহ আগামীতেও পূজা উদযাপনে সহযোগিতা কামনা করছি।