শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
লাকসাম প্রতিনিধিঃ
হাটি হাটি পা পা করে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় অনলাইন আইপি টেলিভিশন জয় টিভি, ১৫ ইং জানুয়ারি কুমিল্লার লাকসামের একটি রেষ্টুরেন্টে, জয় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি ওমর ফারুকের সঞ্চালনায়, লাকসাম প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান সেলিমের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল।
প্রধান বক্তা ছিলেন জয় টিভির উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ সমাজ সেবক কবির আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, লাকসাম পৌরসভার বিএনপির আহ্বায়ক আবুল হাশেম মানু, লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, লাকসাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুর উদ্দিন আজাদ, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এ মান্নান, অর্থ সম্পাদক সহিদুল ইসলাম শাহিন, বাকই দঃ ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,জয় টিভির নিউজ এডিটর সৌরভ হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ও লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মানিক, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী মিনহাজ উদ্দিন মানিক, বাকই দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, লাকসাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম চৌধুরী হিরা, সাংবাদিক দেবব্রত পাল বাপ্পি, কামরুজ্জামান রিয়াদ, রবিউল হোসেন সবুজ, আবদুর রশিদ, আরফাতুল করিম রিমু, যুব নেতা, ইয়াসিন ফাহাদ, মাইন উদ্দিন রুবেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক সামাজিক ব্যাক্তিবর্গ, জমকালো আয়োজনে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়,প্রধান অতিথি বলেন, জয় টিভি কম সময়ে দর্শক জনপ্রিয়তা পেয়েছে, প্রধান বক্তা জয় টিভির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক কবির আহমেদ বলেন, বিভিন্ন প্রতিবন্ধকতা উপেক্ষা করে জয় টিভি চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন করলো, আগামী দিনে জয় টিভি সত্য প্রকাশ করে মানুষকে মনে দর্পন হয়ে থাকবে।