বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
রবিউল হোসাইন সবুজ, লাকসামঃ
সোমবার ( ৯ জুন) বাদ মাগরিব কুমিল্লা লাকসাম উপজেলার ২ নং মুদাফ্ফরগঞ্জ উত্তর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং ওয়ার্ড আউশপাড়া’র উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) বাদ মাগরিব বাংলাদেশ জামায়াতে ইসলামী মুদাফফরগঞ্জ উত্তর ইউনিয়নের সেক্রেটারি মোঃ আমান উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা আমীর হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মুদাফফরগঞ্জ ইউনিয়নের আমীর মাওলানা মোঃ নূরে আলম।
পুনর্মিলনীর শুরুতে বক্তারা, নিজেদের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। এই সময় প্রধান অতিথির বক্তব্য সরওয়ার বলেন, ‘ঈদের আনন্দ শুধু ব্যক্তি বা পারিবারিক পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রে আমাদের আরো সক্রিয় ভূমিকা রাখতে হবে।’
দলীয় কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন পরামর্শ মূলক আলোচনা করেন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে সকল কর্মীদের একসাথে কাজ করার আহবান জানানো হয়।
সর্বোপরি আগামী রাষ্ট্র পরিচালনার জন্য ইসলামের শাষন ব্যবস্থা প্রয়োজন।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মীসহ সমর্থকরা।