লাকসামে জিয়াউর রহমানের
৪৪ তম শাহাদাৎ বার্ষীকি পালিত
লাকসাম প্রতিনিধিঃ
আজ ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ( বীরউত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষীকি উপলক্ষে লাকসাম উপজেলা ও পৌরসভা বিএনপির ও অংগসমূহের যৌথ উদ্যোগে বিকেলে দলীয় প্রধান কার্যালয়ে আলোচনা সভা দোয়া, মাহফিল ও দুস্থদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে।
বিএনপির দলীয় সাবেক এমপি কর্ণেল ( অব.) এম, আনোয়ারুল আজিমের নির্দেশে আয়োজিত আলোচনা সভা দোয়া ও মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী মুহাম্মদ জসিম উদ্দিন।

পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন-পৌর বিএনপির যুগ্ন-আহবায়ক মনজুরুল আলম বাচ্চু, সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আমির হোসেন, বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হেসেন, খাজা আহমেদ, সৈয়দ মোঃ শরিফ হোসেন শরিফ, আবদুল আউয়াল মেম্বার, পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাকির হোসেন জাকির, মাষ্টার আবদুল কাইয়ুম, মাইন উদ্দিন, লাকসাম উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সাকিব, সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ ইয়াছিন মিয়া, খাইরুজ্জামান সাগর, আবদুল আজিজ খসরু ও ছাত্রদল নেতা শাহেদ বিন রাহুল, মিজানুর রহমান, ফোরকান উদ্দিন আরজু, রাহাদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছিলেন বহুদলীয় গণতন্ত্রে প্রবক্তা আধুনিক বাংলাদেশের রুপকার ও স্বাধীনতার মহান ঘোষক ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি ষড়যন্ত্রে বিপদগামী সেনাসদরের হাতে শাহাদাৎ বরণ করেন।
ঘাতকরা শহীদ জিয়াকে হত্যা করে বিএনপি মুছে ফেলতে চেয়েছিল কিন্তুু বিএনপিকে মুছে ফেলা যাবেনা বিএনপি জুড়ে আছে লক্ষ লক্ষ জনতার হ্নদয়ে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
Post Views: ১৫৫