বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
দেবব্রত পাল বাপ্পী, লাকসামঃ
জয় নিতাই, জয় গৌর এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও জাঁকজমক পূর্ন ভাবে লাকসাম পৌরশহরের দক্ষিণ লাকসাম জগন্নাথ পাড়া শ্রী শ্রী নিতাই গৌর সেবাকুঞ্জে বুধবার দুপুরে গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, লাকসাম নিতাই গৌর সেবাকুঞ্জের পরিচালক পলাশ বৈষ্ণব সার্বিক তত্ত¡াবধানে প্রতিবছরের ন্যায় এবারও জৈষ্ঠ্য মাসে নিজস্ব মন্দিরে খুব সুন্দর ভাবে গীতাযজ্ঞ টি অনুষ্ঠিত হয়েছে।
লাকসাম শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের একনিষ্ঠ ভক্ত চন্দন রঞ্জন গোস্বামী খুব মধুর কন্ঠে গীতাপাঠ করেন। সকল ভক্তবৃন্দ গভীর মনোযোগ সহকারে গীতাপাঠ শ্রবণ করেন। এছাড়া লালমাই চন্ডীমুড়া মন্দিরে প্রধান পুরোহিত পরবর্তীতে সনাতন ধর্মীয় বিষয়ে আলোচনা করেন।
লালমাই বেতার শিল্পী পরীক্ষিত বনিকের পরিচালনায় ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে আগত সনাতন ভক্তবৃন্দরা বলেন, আমাদের খুবই ভাল লেগেছে। ভক্তবৃন্দরা বলেন, কৃষ্ণের কাছে সকলের প্রার্থনা আমরা লাকসাম উপজেলাবাসী যাতে সুখে শান্তিতে থাকতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমের ভক্ত চন্দন রঞ্জন গোস্বামী, লাকসাম পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বতম সাহা বিশু, সমাজসেবক কৃষ্ণ কুমার বর্ধন, লাকসাম নেতাই গৌর সেবাকুঞ্জের পরিচালক পলাশ বৈষ্ণব, লাকসাম জগন্নাথ মন্দির ম্যানেজার বিজন সাহা সহ আগত হিন্দু সনাতন ধর্মালম্বীবৃন্দ।
লাকসাম নিতাই গৌর সেবাকুঞ্জের পরিচালক পলাশ বৈষ্ণব বক্তব্যে বলেন, নিতাই গৌর সেবাকুঞ্জের পক্ষ থেকে সকলকে জানাই কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা।
জৈষ্ঠ্য মাসের গরম ও বৈরী আবহাওয়ার মধ্য দিয়ে ভক্তবৃন্দ উপস্থিত হয়েছেন তাই সকলকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছ ও অভিনন্দন জানাচ্ছি। আমাকে সকলে আর্শীবাদ করবেন যাতে আগামীতে আরও সুন্দর ভাবে গীতাযজ্ঞ অনুষ্ঠান করতে পারি এবং আপনাদের সকলের সহযোগিতা চাই।