লাকসামে বাছাইকৃত কর্মীদের নিয়ে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির
লাকসাম প্রতিনিধি:
‘যারা জানে এবং যারা জানে না তারা কি পরস্পর সমান হতে পারে? কেবল বিবেক বুদ্ধির অধিকারীরাই উপদেশ গ্রহণ করে।’ পবিত্র কুরআনের সূরা যুমার এ আয়াতকে সামনে রেখে কুমিল্লার লাকসামে বাছাইকৃত কর্মীদের নিয়ে জামায়াতের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) আল হেদায়া মহিলা মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত শিক্ষা শিবিরে লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলার প্রায় দেড়শ বাছাইকৃত কর্মী অংশ গ্রহণ করেন।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি এবং কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ডাঃ আব্দুল মুবিন, লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ নুরুন্নবী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
শিক্ষা শিবির সঞ্চালনা করেন, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল, সহ-সেক্রেটারি নিজাম উদ্দিন মহসীন, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজুর রহমান।