রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
লাকসাম প্রতিনিধিঃ
পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ শনিবার লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে লাকসাম মুদাফফরগঞ্জ বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ৪ জন ব্যবসায়ীকে ২৮০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অন্য এক মামলায় মিজান এন্ড ব্রাদার্স এর মালিক মো: রাশেদ কে বিধি বহির্ভূতভাবে চাষি চিনি গুড়া চালের প্যাকেটে খোলা পোলাউয়ের চাল প্রক্রিয়াজাত করে বিক্রি করায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
বাজার মনিটরিং চলাকালীন সময়ে রমজানের বিশেষ পণ্যের বাজার দর যাচাই করা হয়।
এ সময় বাজার কমিটির সদস্য, খুচরা-পাইকারি বিক্রেতা ও সংশ্লিষ্ট ডিলারদের ক্রয় রশিদ সংরক্ষণপূর্বক মূল্য তালিকা প্রদর্শন করে সহনীয় মূল্যে পণ্য বিক্রয়ের জন্যে নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে বাজারে নির্ধারিত মূল্যে পণ্যের বিপণন এবং সরবরাহ নিশ্চিতকল্পে এরূপ মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ।