লাকসাম প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসামে গত ২০ ফেব্রুয়ারী বিএনপি মহাসচিবের জনসভা উপলক্ষে লাকসাম ষ্টোডিয়ামে ব্যাপক লোক সমাগম হয়।
লাকসাম শহর ও লাকসাম ষ্টোডিয়ামে বিভিন্ন পানির বতল, কাগজ ব্যানার, পোষ্টারের ছিড়া অংশ ও ময়লা আবর্জনা পড়ে থাকে, উপজেলা ছাত্রদল নেতা মহসীন ও সাখাওয়াতের নেতৃত্বে লাকসাম শহর ও ষ্টোডিয়ামে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।
সমাবেশের স্হল লাকসাম ষ্টোডিয়ামে বাশেরঁ গর্ত ভরাটসহ বিভিন্ন ময়লা পরিস্কার করতে দেখা গেছে উপজেলা ছাত্রদলকে, এইসময় উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত আহব্বায়ক মহসিন বলেন, ছাত্রদল বরাবরই ভালো কাজের সঙ্গে থাকে সেই ধারাবাহিকতায় তারেক রহমান ষোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গত ২০ ফেব্রুয়ারী লাকসামে যে স্মরণ কালের সেরা জনসভা হয়েছে।
অতিরিক্ত লোক সমাগমের কারনে লাকসাম শহর ও ষ্টোডিয়ামে ময়া অবর্জনা হয়েছে সেটা পরিষ্কার করা আমাদের দায়িত্ব সেই দায়িত্ববোধ থেকে আমরা উপজেলা ছাত্রদল পরিস্কার পরিচ্ছন্নতা অভিমানে নেমেছি,পুরো লাকসামকে পরিচ্ছন্ন নগরী করেই আমরা ঘরে ফিরবো।
এ সময় উপস্থিত ছিলেন, নবাব ফয়জুন্নেছা কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন ফাহাদ, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সদস্য সচিব সাখায়াত হোসেনসহ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।