সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
লাকসাম প্রতিনিধিঃ
উপজেলা পর্যায়ে পাশের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন লাকসাম ক্যামব্রিয়ান কলেজ। অনেক চড়াই উতরাই ও অর্থনৈতিক সংকটের মধ্য থেকে এসএসসি ও এইচএসসির ফলাফলে উপজেলা পর্যায়ে এগিয়ে রয়েছেন।
প্রতিষ্ঠানটি কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার উত্তর লাকসাম গন্ডামারায় মনোরম পরিবেশে অবস্থিত।
আবাসিক/অনাবাসিক ছাত্র ছাত্রীদেরকে প্রতিটি ক্লাশে হাতে কলমে পাঠদান করেই আসছেন। এক ঝাঁক তরুন এবং মেধাবী শিক্ষকমন্ডলীর সমন্বয়ে শিক্ষকতার ব্রত নিয়ে হাজারো প্রতিকুলতাকে ডিঙিয়ে এগিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।
গত ২৬ নভেম্বর প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ৭জন জিপিএ-৫ পেয়ে ৯৭.৮৫% ফলাফল করে সফল প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে অক্ষুন্ন রেখেছেন।
মোট ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৯১জন পাশ করেছেন। পিছিয়ে পড়া ছাত্রছাত্রীগণ উক্ত কলেজে ভর্তি হলে ক্যামব্রিয়ান কলেজ কর্তৃপক্ষের আপ্রাণ প্রচেষ্টায় জিপিএ-৫ সহ ভালো ফলাফল ছিনিয়ে আনার নজির তাদের পুরনো।
এ বিষয়ে লাকসাম ক্যামব্রিয়ান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মহিন উদ্দিন বাহার মিয়াজি বলেন- আমাদের পরিচালনা পরিষদ, শিক্ষকমন্ডলী ও কর্মচারীগণ সব সময় নিজেদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা লালন করে ছাত্র ছাত্রীদেরকে পাঠদানসহ সাংস্কৃতি, বিনোদন, খেলাধুলা, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করনো, বার্ষিক বনভোজন নেয়া, নৈতিক শিক্ষা ও মানুষ যে শ্রেষ্ঠ জীব এবং শ্রেষ্ঠজীবের কাজ সম্পর্কে সচেতন করা হয়।
লাকসাম ক্যামব্রিয়ান কলেজের ভালো ফলাফলের কারণে অনেক অভিভাবকগণ তাদের সন্তানদেরকে উক্ত প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য প্রতিযোগিতায় নেমেছেন।