বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
দেলোয়ার হোসেন, লাকসামঃ
লাকসামের মোহাম্মদপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন গোবিন্দপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ফেব্রুয়ারী ) বিকেলে লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন নুরানি মাদ্রাসা প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে গোবিন্দপুর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে, এতে প্রধান অতিথি ছিলেন-কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বিশিষ্ট শিক্ষানুরাগী ডা. শাহাবুদ্দিন হায়দার।
প্রধান আলোচকের আলোচনা করেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন আর্মি।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দপুর ইউনিয়নের আমীর মাও: ফখরুল ইসলাম বি.এস.সি।
বিশেষ বক্তা ছিলেন-উপজেলা শ্রমিক কল্যাণের সেক্রেটারি ডা: রফিকুল হোসেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন গোবিন্দপুর ইউনিয়ন সেক্রেটারি শেখ আবু তাহেরের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম পৌরসভা শুরা ও কর্ম পরিষদ সদস্য বিশিষ্ট ব্যাংকার আবুল হাসেম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাও: জিল্লুল হক মহিন, মোহাম্মদপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জি. নজরুল ইসলাম, ইতালি প্রবাসী সামছুল হক, লাকসাম মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি মজিবুর রহমান, ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ও ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মহরম আলী, ১নং ওয়ার্ড সেক্রেটারি ডা. রবিউল হোসেন, শাহজালাল, ডা. কামাল হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ‘শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ে কাজ করে। এদেশ আমাদের, এদেশ কাউকে ইজারা দেওয়া হয়নি। জীবন দিয়ে হলেও আমাদের শ্রমিক ভাইসহ সবার অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব।
সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্টার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমরা শ্রমিকরা এক হয়ে বাংলাদেশকে শক্তিশালী করবো। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সকল অঙ্গ সংগঠনের মিলে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। একটি সুখী সমৃদ্ধিশালী ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবো সবাই।
সম্মেলনের শেষে ২০২৫-২০২৬ সেশনের জন্য গোবিন্দপুর ইউনিয়নের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য কমিটি ঘোষণা করা হয়।’