রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
লাকসাম প্রতিনিধিঃ
লাকসামে “অপারেশন ডেভিল হান্ট” এর
বিশেষ অভিযানে লাকসাম পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাহার উদ্দিন বাহার(৫৫)কে গ্রেফতার করেছে লাকসাম থানা পুলিশ।
গত সোমবার গভির রাতে জেলার সদর দক্ষিণ থানার একটি মামলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান চট্রলা মেজবান হোটেল সংলগ্ন বাহার মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি লাকসাম পৌরসভার উত্তর বাজারের মৃত সেকান্দর আলীর ছেলে।
এছাড়াও গত কয়েক দিনে অপারেশন ডেভিল হান্ট”এর বিশেষ অভিযানে পৌরসভার ৮নং ওয়ার্ড গুন্তি গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রাকিব হাসান(২৮), উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা গ্রামের মৃত আবুল বাশার খানের ছেলে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খসরু(৪২), ৮ নং লাকসাম পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর নরপাটি গ্রামের মৃত আলী আশরাফের ছেলে ২নং ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি আব্দুল কাদের (৪৪) গ্রেফতার করা হয়েছে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, বাহার উদ্দিন বাহার ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় একাধিক মামলা রয়েছে।