সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ওমর ফারুক, লাকসামঃ
সারা দেশের ন্যায় বিএনপির অন্যতম অংঙ্গসংগঠন যুবদলকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে, লাকসাম উপজেলা বিএনপির কার্যালয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
লাকসাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মাহবুবর হক মনু’র সভাপতিত্বে, পৌরসভা যুবদলের সদস্য সচিব আফজাল হোসেনের প্রানবন্ত সঞ্চালনায়, সাংগঠনিক সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও লাকসাম পৌরসভার টিম প্রধান শাহ আলম।
বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মুশু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমরান হোসাইন, ইফতেখার উদ্দিন রাছেল নাজুমূল হাসান, সাইফুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদলের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের কাছে যুবদলকে শক্তিশালী ও গতিশীল যুবদল উপহার দেয়ার লক্ষ্যে আজ সাংগঠনিক সভা করা যুবদলকে দেশ বিরুদী সকল অপ তৎপরতা রুখে দিতে প্রস্তুত ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান, আগামী দিনে যুবদলকে কঠিন সময় পার করতে হবে, তাই সাংগঠনিক কাজ বাড়াতে হবে, এই সময় নেতাকর্মীদের সরব উপস্থিততে উপজেলা বিএনপির কার্যালয় কানায় কানায় পূর্ণ হয়ে পাশের রাস্তায় নেতাকর্মীদের অবস্থান নেন।