শনিবার , ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
গোলাম রাব্বি, নাটোরঃ
নাটোরের লালপুরে পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (১ মার্চ) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর থেকে শুরু হওয়া এ মিছিল বাঘা-লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে লালপুর ত্রিমোহনী মোড়ে এসে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা আমীর আবুল কালাম আজাদ।
তিনি বলেন, “দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা।
রমজান মাস আসার সঙ্গে সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়ানো হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য বড় সংকট সৃষ্টি করেছে।
” তিনি আরও বলেন, “বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সুযোগ নিয়ে একশ্রেণির মুনাফালোভী সিন্ডিকেট পণ্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে।
অবিলম্বে বাজার নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়ে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।
” এসময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, নায়েবে আমীর আকবর হোসেন, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হুসাইন, লালপুর ইউনিয়ন জামায়াতের আমীর কামরুজ্জামান চঞ্চলসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা সবাই সরকারের প্রতি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করার আহ্বান জানান। রমজান মাসকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেন মানুষের ভোগান্তির কারণ না হয়, সে দাবি জানিয়েছে জামায়াতের নেতাকর্মীরা।
তাদের এই আন্দোলন সাধারণ মানুষের দাবি আদায়ের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।