বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ
কৃষিই সমৃদ্ধি এ স্লোগান নিয়ে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদে কৃষক – কৃষাণীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্য লালমাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস (PFS) এর আওতায় উপজেলার ৬ টি পার্টনার ফিল্ড স্কুলে ১০ টি সেশন পরিচালনার মাধ্যমে কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ মে,২০২৫ খ্রিঃ লালমাই উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের ১০০ জন কৃষক – কৃষাণীদের নিয়ে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় ১০টি সেশন পরিচালনায় ” কৃষক GAP সার্টিফিকেশন ” বিষয়ক কৃষক- কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়ে ছিলো।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আইউব মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ শেখ আজিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শাহিন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ ফাহমিদা আফরোজ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মোঃ হাবিবুর রহমান হাবিব।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার রুবেল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা উপসহকারী কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা উপসহকারী কৃষি অফিসার জিয়াউল করিম,উপসহকারী কৃষি অফিসার মোঃ মোসলেহ উদ্দিন, উপসহকারী কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন,মোঃ জহিরুল কাইয়ুম সহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাগন।
এছাড়াও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন, প্রশিক্ষাণার্থী কৃষক- কৃষাণীগন উপস্থিত ছিলেন।