লালমাইতে রেল লাইনের পাশ
থেকে কিশোরের মরদেহ উদ্ধার !
লালমাই প্রতিনিধিঃ
লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামে ঢাকা চট্টগ্রাম রেল লাইনের পাশের পড়ে আছে এক কিশোরের মরদেহ !
আজ মঙ্গলবার (১১ মার্চ) অনুমান সাড়ে ৮টার দিকে কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর গ্রামের ঢাকা চট্টগ্রাম রেল লাইনের পাশে সাইমন (১৫) নামে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পরে লালমাই থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে বাংলাদেশে সেনাবাহিনীর একটি টিম কাজ করছে।
নিহত সাইমন দত্তপুর গ্রামের আবদুল মতিনের ছেলে এবং মেঘনা গ্রুপে কর্মরত মনিরুল ইসলামের চাচাতো ভাই, সে একজন ওয়ার্কশপ শ্রমিক বলে জানা গেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় লোকজন সহ পরিবারের সদস্যরা সাইমনের মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য পুলিশ সহ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
https://www.songbadtoday.com/%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af/
Post Views: ৩০