শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
গাজী মামুন, লালমাইঃ
কুমিল্লার লালমাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সুউচ্চ আল মিনা এসকে হুদা টাওয়ার।
শনিবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার হরিশ্চর চৌরাস্তায় (হরিশ্চর হাইস্কুল এন্ড কলেজ রোড) টাওয়ারের উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এহসান মুরাদ ও আল মিনা টাওয়ারের চেয়ারম্যান, লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার।
এসময় ইউএনও বলেন, শুধুমাত্র চাকরির উপর নির্ভরশীল না হয়ে আপনারা যে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছেন, উদ্যোক্তা হয়েছেন সে জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।
আজকের আল মিনা টাওয়ার উদ্বোধনের পর এখানকার মানুষই এটার সুফল ভোগ করবে। আর আপনারা এখানে এমন ব্যবসায়ীকে প্রতিষ্ঠিত করবেন যারা দাম নির্ভর ব্যবসা না করে ব্যবসার পরিধি বাড়াবে।
আল মিনা টাওয়ারের পরিচালনা পর্ষদ এবং বাজার ব্যবসায়ী কমিটির সদস্যের দৃষ্টি আকর্ষণ করে ইউএনও আরো বলেন, বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে এবং সড়কে শৃঙ্খলা ও ব্যবসায়ীদের নিরাপত্তা জোরদার করতে হরিশ্চর চৌরাস্তায় দু’জন পাহারাদার রাখুন।
এক্ষেত্রে উপজেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা করবে।
আল মিনা এসকে হুদা টাওয়ারের চেয়ারম্যান ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে এবং প্রজেক্ট ইনচার্জ মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাশেম।
এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক মো. সামছুল হুদা, সমাজ সেবক আবদুল খালেক মজুমদার, লালমাই উপজেলা বিএনপির আহবায়ক (প্রস্তাবিত) মাসুদ করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইমাম হোসাইন, লালমাই থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন, হরিশ্চর বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান, টাওয়ারের পরিচালক আলমগীর হোসেন, পরিচালক আমিন আহমেদ, পরিচালক মাওলানা সফিকুর রহমান, পরিচালক হাফিজুর রহমানসহ বাজার ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।