বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
দেবব্রত পাল বাপ্পী, লাকসামঃ
কুমিল্লার লালমাই উপজেলা আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে ৬নং পেরুল দক্ষিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রার্থী খন্দকার সাইফুল্লাহ (রুবাই) ৭নং ওয়ার্ড কনকশ্রী কিন্ডার গার্টেন সংলগ্ন মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে ৭নং ওয়ার্ড বাসিন্দা অলিউর রহমান মজুমদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহবুুদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ.জি.এম সফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাষ্টার হারুনুর রশিদ, নৌকা প্রার্থী খন্দকার সাইফুল্লাহ (রুবাই) প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- অহিদুর রহমান, মেম্বার প্রার্থী রাশিদা বেগম, সাইফুল ইসলাম তিতু, সফিকুর রহমান, নিলুফা বেগম, কানিজ ফাতিমা প্রমুখ।
নৌকা প্রার্থী খন্দকার সাইফুল্লাহ (রুবাই) বলেন, আমি আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী। আমি আওয়ামীলীগ পরিবারের লোক। ৭নং ওয়ার্ড কনকশ্রী কেন্দ্রে যাতে কোন গন্ডগোল না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন।
অর্থমন্ত্রীর নির্দেশ কোন কেন্দ্রে যাতে অঘটন না ঘটতে পারে সকল নেতাকর্মীকে বলে দিয়েছেন। ৫ জানুয়ারী আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে অর্থমন্ত্রী আ.হ.ম লোটাস কামাল মহোদয়ের হাতকে শক্তিশালী করবেন। আমি আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।