বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রদীপ মজুমদার, লালমাইঃ
কুমিল্লার লালমাই উপজেলার অন্যতম প্রতিষ্ঠান ফয়েজগঞ্জ ইসলামীয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদের আয়োজনে শিক্ষার্থীদের প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই মঙ্গলবার সভাপতি মাওঃ আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে ও সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসাটির পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবদুর রহমান নেভী।
বিশেষ অতিথি প্রাক্তন অধ্যক্ষ মাওঃ আবদুল করিম, মাওঃ আবুল কাশেম নিজামী (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) হাফেজ মাওঃ ইকবাল হোসেন কোরআন তেলওয়াতে মধ্য ইসলামীয়া আলিম মাদরাসা প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক হুজ্জাতুল ইসলাম স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মাও. কামাল হোসেন, মাও. রফিকুল ইসলাম, মাও.সামছুল হক, মাও. আবদুল কাহার, মাও. ইমাম হোসেন, মাও. আবদুর রশিদ, মাও. অহিদুর রহমান, মাও. মোস্তাক আহমেদ।
বক্তারা বলেন, ফয়েজগঞ্জ মাদরাসা প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ এ সংগঠন হওয়াতে আমরা অনেক আনন্দিত। এ সংগঠনে মাধ্যমে আমরা আজ সকলে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা করবো।
প্রাক্তন ছাত্র কল্যাণ পরিষদ সভাপতি বলেন, এ সংগঠনে লক্ষ উদ্দেশ্য হচ্ছে মাদরাসা গরিব অসহায়দের সাহায্য সহযোগিতা করা, বৃত্তি দেওয়া,আশা করি আপনারা প্রাক্তন শিক্ষার্থীরা সবাই পাশে থাকবেন। তিনি মাদ্রাসাকে ফাজিল পর্যন্ত উন্নীত করার জোর দাবি জানান।