বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ
লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে
আজ বুধবার ২৮ মে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে সমন্বিত পারিবারিক ব্যবস্থপনা ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস প্রযুক্তি বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হয়েছে।
অনু্ষ্ঠান শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মারজানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান।
এসময় উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক খান মোহাম্মদ রুবেল হোসেন, সদস্য মোঃ মহিন উদ্দিন, উপজেলা বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ, নারী ও পুরুষ উদ্যোক্তাগন সহ প্রশিক্ষণার্থী বৃন্দ।