বুধবার , ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আবদুল মতিন, লালমাইঃ
আজ ২৮ মে, বুধবার বিকেল ৪ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলঘর উত্তর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত ইউনিয়ন সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।
বেলঘর দাখিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুক্তরাস্ট্র শাখার সেক্রেটারী মুহাম্মদ নাকিব নাসরুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি কুমিল্লা-৯ সংসদীয় আসনে সংসদ সদস্য পদ-প্রার্থী মুফতি সামছুদ্দোহা আশরাফী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা মুহাম্মদ মোরশেদুল ইসলাম, রশীদ আহমাদ রায়হান, ইসলামী আন্দোলন লালমাই উপজেলা সভাপতি গাজী মুহাম্মদ মাছুম খায়ের ,মুফতি হাবিবুর রহমান ইসহাকী প্রমুখ।