সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
মোস্তফা কামাল মজুমদার, লালমাইঃ
২১শে নভেম্বর বৃহস্পতিবার বেলা ২:৩০ টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুরস্থ মেসার্স জামান ট্রেডার্স নামীয় ব্রিক ফিল্ড এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
সরেজমিন যাচাইকালে দেখা যায় Jaman Brick Field -1 এবং Jaman Brick Field -2 নামে দুটি ইট ভাটা পরিচালনা করা হলেও মালিকপক্ষ বস্তুত একটি ভাটা পরিচালনার জন্য লাইসেন্স গ্রহণ করেন।
উপরন্তু দুটির মধ্যে একটিরও পরিবেশ ছাড়পত্র নেই।
দুটি ইট ভাটার ৫০০ মিটারের মধ্যে একটি পেট্রল পাম্প রয়েছে। যে কোন ধরনের দূর্ঘটনায় বৃহৎ ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।
মালিকপক্ষকে এ ধরনের প্রতারণামূলক কাগজপত্র দাখিলের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা কোন প্রকার সদুত্তর দিতে পারেননি এবং প্রশাসনকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন।
পার্শ্ববর্তী ফসলী জমির টপ সয়েল কাটা মাটি দিয়ে ইট তৈরি করতে দেখা গেলে মালিকপক্ষকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তারা আইন অবমাননা করার জম্য ক্ষমা প্রার্থনা করেন।
মালিকপক্ষ এক পর্যায়ে উৎকোচ প্রদানের অপপ্রয়াস চালনা করলে, উপজেলা প্রশাসন লালমাই তা আঁচ করতে পেরে এহেন অপরাধমূলকভাবে ইট ভাটা পরিচালনা করায় তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী জনসম্মুখে এক লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং বিধি মোতাবেক ডিসিআর প্রদান করা হয়। এবং যথাযথ অনুমতিপত্র/লাইসেন্স গ্রহণের পূর্বে সকল কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমান মোবাইলকোর্ট পরিচালনা করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।