বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
জাহিদ দুলাল, ভোলাঃ
লালমোহনের মাইমুনা হক সামিয়া ইসলামীক ফাউন্ডেশন পরিচালিত জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ এ দেশ সেরা ৩য় মেডেল পুরষ্কার ও এ্যাওয়ার্ড অর্জন করেছে। তার হাতে ২.৫০ ভরি রৌপ্য মেডেল ও এ্যাওয়ার্ড তুলে দেন বাংলাদেশ ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন ও ইসলামীক ফাউন্ডেশনের পরিচালক।
মাইমুনা ভোলা জেলার লালমোহন উপজেলাধীন ইসলামিক মডেল মাদরাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মাওলানা নাজমুল হক লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার হেড ফকিহ এবং মাতা গৃহিণী।
গত ২৮ ফেব্রুয়ারী ইসলামিক ফাউন্ডেশন ঢাকায় নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার ঘোষণা করে। তার ভাগ্যে রচনার ১৮ টি বিষয়ের মধ্যে লটারীতে ” ইসলামে নারী জাতির মর্যাদা” নির্ধারিত হয়।
ইতোপূর্বে তিনি উপজেলায় ১ম,জেলায় ২য় এবং বিভাগীয় পর্যায়ে ৩য় স্থান লাভ করেছে। তিনি ভবিষ্যতে ইসলামিক শিক্ষা ও সংস্কৃতিতে উচ্চাশিক্ষা লাভে আগ্রহী ।
তিনি দেশ ও ইসলামের খেদমতে নিজেকে নিয়োজিত রাখার আশাবাদী ।
উল্লেখ্য যে,সারা দেশ থেকে ২০টি ইভেন্টে ৪৮০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে ৬০টি পুরুস্কার লাভ করে। প্রথম পুরুস্কার ৩.৫০ ভরি রূপা,২য় পুরুস্কার ৩ ভরি রূপা, ৩য় পুরুস্কার ২.৫০ ভরি রূপা। তার এমন সাফল্যের জন্য লালমোহনের বিভিন্ন স্তরের সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অভিনন্দন জানিয়েছে। তার মাদ্রাসা ও তার পরিবার ইসলামিক ফাউন্ডেশন কে অভিনন্দন জানিয়েছে।