বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
জাহিদ দুলাল, ভোলাঃ
ভোলার লালমোহনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অল্পতে রক্ষা পেলো ওমর সিরাজীর বসতঘর।
২৩ শে ফেব্রুয়ারি, সকাল দশটায় লালমোহন উপজেলা লালমোহন সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পেশকার হাওলা গ্রামে এই ঘটনা ঘটে।
সতর্কতা অবলম্বন করার কারণেই বেঁচে যায় ওমর সিরাজীর বসতঘর। তবে পুড়ে যায় বসতঘরের একটি রুম। ওমর সিরাজীর স্ত্রী জানায়, সকালবেলা রান্না ঘরে বসে আমরা খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি আমাদের ঘরের একটি রুম থেকে ধোঁয়া বের হচ্ছে।
এ সময় ডাক চিৎকার দিলে সেখানে গিয়ে দেখি ঘরে জানালা খোলা এবং খাটের উপরে কোলবালিশ ও তোশকের উপর আগুন জ্বলছে।
তাৎক্ষণিক আমরা চিৎকার দিয়ে উঠি এবং ঘরে থাকা কলসের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। তবে রুমটি অনেকাংশ পুড়ে যায়। এরপরে স্থানীয় লোকজন ছুটে আসে আমাদের বাড়িতে। একদিন আগে আমাদের বাড়ির দরজায় থাকা সমস্ত লাউ গাছ গুলোকে উপরিয়ে ফেলে দেয়।
উমর সিরাজীর চাচাতো ভাই হাবীব জানায়, কে বা কারা আগুন দিয়েছে আমরা দেখি নাই,তবে সকাল বেলা নিজ বাড়ীর দধি নুরুল হকের স্ত্রী নিলুফা বাড়ির চৌহদ্দীর মধ্যে দুই বার আনাগোনা করেছে।
যাদের সাথে জমিজমা বিষয়ে দীর্ঘদিন বিরোধ চলছে।
উল্লেখ্য যে, এসময় উমর সিরাজী বাড়িতে ছিলোনা। উমর সিরাজী খান সাহেবের বাড়ির মৃত আবুল কাশেম হাওলাদারের ছেলে।