বুধবার , ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
জাহিদ দুলাল, ভোলাঃ
ভোলার লালমোহন উপজেলায় মৎস্য আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণের কৌশল বিষয়ে মৎস্যজীবীদের নিয়ে দুইদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২৫ জন মৎস্যজীবী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
এছাড়াও এ সময় নদী-সাগরে মৎস্য আহরণকারী নৌযানের অনুমতিপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেব।
লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে এসসিএমএফপি প্রকল্পের বরিশাল বিভাগীয় ডিপিডি মো. আজহারুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।