শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
জাহিদ দুলাল, ভোলাঃ
ভোলার লালমোহনে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর প্রোগ্রাম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডব্লিউ এফ পি’র অর্থায়নে সুশীলন UzDMC প্রকল্পটি বাস্তবায়ন করছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় পূর্বভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচি কে দুর্যোগ “প্রতিক্রিয়াশীল করণ কর্মসূচি” প্রকল্পের প্রোগ্রাম পর্যালোচনা করা হয় কর্মশালাতে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের সভাপতিত্বে ও সুশীলনের সমন্বয়কারী মো. রফিক এর সঞ্চালনায় কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।