বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
জাহিদ দুলাল, ভোলাঃ
ভোলার লালমোহন উপজেলায় বিশেষ কম্বিং অপারেশনের মাধ্যমে বিপুল পরিমাণ মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল উদ্ধার করা হয়েছে।
শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে তেঁতুলিয়া নদীর বিভিন্নস্থান থেকে অন্তত ৫ লাখ টাকা মূল্যের এই অবৈধ জাল উদ্ধার করা হয়।
এছাড়া এ সময় উদ্ধার করা হয়েছে জাটকা ইলিশসহ বিভিন্ন প্রজাতির ১০ কেজি মাছ।
উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছ অসহায়-দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দের তত্ববধানে অভিযানে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী মো. নেছার উদ্দিন, সাইফুল ইসলাম সোহাগ, অফিস সহায়ক খোকন চন্দ্র দেসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রায়গঞ্জে মানবতার কল্যাণে রক্তদান সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ