শাহরাস্তিতে কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ
মানিক দাস, চাঁদপুরঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা এলাকার ‘চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ’ এর অধ্যক্ষ তামজীদ হোসেনের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হেনস্থা ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছে।
কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন অধ্যক্ষ এবং তার সহযোগীদের অনিয়ম, হয়রানি, দুর্নীতি ও প্রতারণায় অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
সরেজমিন কলেজ এলাকায় গিয়ে শিক্ষক ও স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, এই কলেজটি ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয়। একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৫ সালে। বর্তমানে কলেজের নিয়মিত শিক্ষক ৩৭জন। প্রতিষ্ঠাকালে গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতা করেন স্থানীয় বেশ কয়েকজন শিক্ষক।
এদের মধ্যে অনেকের শ্রম ও কষ্টের বিষয় জড়িয়ে আছে এই প্রতিষ্ঠানে। কিন্তু তারা অধ্যক্ষ ও তার সহযোগিদের কাছে অনেকটা জিম্মি।
অধ্যক্ষ ও তার সহযোগীদের বিরুদ্ধে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গত ২৭ জুন লিখিত অভিযোগ করেন কলেজের প্রভাষক ডা. আবদুল বাসেত, নাজভীন সুলতানা, ফাতেমা বেগম, বিলকিস আক্তার, জান্নাতুল ফেরদাউস, আবুল বাশার, তাজুল ইসলাম ও নুরুল আলম। পদাধিকার বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি।
শিক্ষকরা অভিযোগে উল্লেখ করেন, একাডেমিক কার্যক্রম শুরুর পর থেকে অধ্যক্ষ মো. তামজীদ হোসেন ও প্রভাষক এমএইচ মোহন দীর্ঘদিন কলেজের নারী শিক্ষার্থীদের কু-প্রস্তাব ও যৌন হেনস্থা করে আসছেন। লোক লজ্জায় শিক্ষার্থীরা প্রতিবাদ করতে পারেনি। অনেক শিক্ষার্থী কলেজে আসা বন্ধ করে দিয়েছে এবং পরীক্ষায় অংশগ্রহণ করেনি। সর্বশেষ কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সাবিনা (ছদ্মনাম) যৌন হেনস্থার শিকার হন।
https://www.songbadtoday.com/?p=89585
Post Views: ৩৯