শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শেরপুর প্রতিনিধি:
সারাদেশের মতো শেরপুরেও পুলিশের কার্যক্রম স্থবির হয়ে পড়ায় জনসাধারণ ও পথচারীদের মধ্যে এক জনদুর্ভোগ সৃষ্টি হয়।
এতে করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের কাজ করছে। তারা শুধু যানজট নিরাসনেই কাজ করছেন না, পথচারীদের রাস্তা পারাপারের নিয়মনীতি মেনে চলার জন্য অনুরোধ করছেন।
এছাড়াও ছাত্রছাত্রীদের সাথে জেলা শহরের বিভিন্ন সড়কে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।
শহরের থানা মোড়, নিউমার্কেট, খোয়ারপাড় শাপলাচত্বর, বাগরাকসা নতুন বাসটার্মিনাল মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যানজট ও পথচারীদের দুর্ভোগ লাঘব করতে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে ট্রাফিক পুলিশের কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
এছাড়াও শহরের বিভিন্ন স্থাপনার ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সেই সমস্ত ধ্বংসস্তুপের ময়লা পরিষ্কার করছেন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। এতে করে জেলা শহরের পথচারীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমে আসে।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রছাত্রী, রোভার স্কাউট, আজকের তারুণ্য, বিডিক্লিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আশুলিয়ায় আনন্দ মিছিলে পুলিশের গুলিতে নিহত স্কুলছাত্রের দাফন সম্পন্ন