শেরপুরে ৬৫০ বোতল
ভারতীয় মদসহ আটক-১
ফজলুল করিম, শেরপুরঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ৬৫০ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের বিশেষ অভিযানে রবিবার (৫জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে নালিতাবাড়ীর সীমান্তবর্তী এলাকা আন্ধারুপাড়া খলচান্দা আলোর ঘর স্কুলের সামনে মাদকদ্রব্য সহ একজনকে আটক করে নালিতাবাড়ী থানা পুলিশ।
আটককৃত হলো মোঃ ওয়াসিম (৩৩), পিতা মোঃ ইদ্রিস আলী, আন্ধারুপাড়া (বারোমারি) নালিতাবাড়ী শেরপুর।
শেরপুর পুলিশ সুপারের দিকনির্দেশনায় নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ সোহেল রানার সার্বিক তত্বাবধানে থানা পুলিশের একটি চৌকস টিম আন্ধারুপাড়া খলচান্দা আলোর ঘর স্কুলের সামনে থেকে বস্তায় কার্টুন ভর্তি ৬৫০ বোতল মাদকসহ ০১ জন কে গ্রেপ্তার করে। জব্দকৃত ৬৫০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ এর অনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদক নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে জানিয়েছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।