রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আল-আমিন, শেরপুরঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী থানা ও শেরপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ২টি মামলায় জব্দকৃত ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৯৫ বোতল মদ ১৩ মে সোমবার দুপুর ২টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে ধ্বংস করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা মাদক কারবারিদের থেকে জব্দ করা দুটি মামলার ম্যাক ডুয়েলস ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের ১৯৫ বোতল মদ সোমবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে ধ্বংস করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুস সালাম, আদালতের কর্মচারী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
যারা গত ১৫ বছরে এক কিলোমিটার রাস্তা বানাতে পারেনি-ইন্জিঃ রিপন