বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আব্দুর রশিদ মোল্লা, মাগুরাঃ
মাগুরার শ্রীপুরে নানান আয়োজনে উদযাপিত হচ্ছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর বিভিন্ন কর্মসূচি।
এ উপলক্ষে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা মিনি স্টেডিয়ামে তিনব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫ মেলার উদ্বোধন করা হয়।
শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দীন, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন, শ্রীপুর মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মইদুল ইসলাম, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল গণি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় উপজেলার ৮ টি ইউনিয়ন থেকে বাছাইকৃত ৫ সদস্যের তরুণ ও তরুণী দল তাদের তারুণ্যের ভাবনার সংক্ষিপ্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
আলোচনা পর্ব শেষে উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত তারুণ্যের উৎসব মেলা-২০২৫ এর স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দরা।