শুক্রবার , ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আব্দুর রশিদ মোল্লা, মাগুরাঃ
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাগুরার শ্রীপুর প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি দখলদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগিরা দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের একটি বড় অংশকে পরিকল্পিতভাবে হত্যা করে।
আজকের এই দিনে জাতির সেইসব মহান সন্তানদের শ্রদ্ধাবনতচিত্তে স্মরণে সন্ধ্যায় শহীদ বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন, পূষ্পমাল্য অর্পন, শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৬টায় শ্রীপুর শহরের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোববাতি প্রজ্জ্বলন করা হয়। এর আগে সকালে শহীদ বেদিতে পূষ্পমাল্য অর্পন করা হয়।
এ সময় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সাধারন সম্পাদক নাসিরুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।