সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
নিজস্ব প্রতিনিধিঃ
সংবাদটুডে কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এনামুল হক বিপ্লবের ক্যামেরা কেড়ে নেওয়ার ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তথ্য সংগ্রহের কাজে বাঁধা দেওয়ায়। কুড়িগ্রামের রাজারহাটের নাজিমখান ইউনিয়নে ভূমি কর্মকর্তা আহসান হাবীব কে শোকজ করা হয়েছে।
গাজাতন্ত্রী বাংরাদেশ সরকার উপজেলা ভূমি অফিস স্মারক নং ৩১.০২,৪৯৭৭.০০০.০১.০০২.২২-৮৬ আরিখ:১৯ মার্চ ২০২৪ খ্রি। বিষয়ঃ কারন দর্শানো প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, বিগত ১২ মার্চ ২০২৪ তারিখে প্রকাশিত’ আজকের নওজুর’।
পত্রিকায় প্রকাশিত সংবাদ শিরোনাম পর্যালোচনায় দেখা যায় যে, গত ১২/০৩/২৪ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ে সংবাদটুডে ডট কম পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক বিপ্লব কিছু তথ্য চাওয়ায় ক্ষিও হয়ে তার মোবাইল সেট কেড়ে নেন এবং অশালীন ভাষায় সাংবাদিককে গালিগালাজ করেন।
পত্রিকার বিবৃতি মোতাবেক সেবা গ্রহীতাগণের নিকট হতে সরকারী ফিস এর চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছেন মর্মে অভিযোগ করা হয়েছে। এতে অফিসের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।
এমতাবস্থায়, ওই ভুমি কর্মকর্তার এরুপ কার্যকলাপের জন্য কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে সুপারিশসহ অবহিত করা হবে না তার সন্তোষজনক জবাব পত্র প্রাপ্তির ৩ (তিন) কার্যদিবসের মধ্যে লিখিতভাবে এ কার্যালয়ে দাখিল করার জন্য বলেন।