বুধবার , ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
মোল্লা তানিয়া ইসলাম তমা, তুরাগঃ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে দেশ- বিদেশের সকল শ্রমজীবীদের শ্রদ্ধা জানালেন, বিশিষ্ট সমাজ সেবক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান ।
শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ্য করেন, শ্রমিকরা এদেশের উন্নয়নের প্রধান হাতিয়ার । তাদের শ্রম দ্বারা নগর সভ্যতায় গড়ে উটেছে বড় বড় অট্টালিকা দালানকোঠা । রোদ, বৃষ্টি, ঝড় উপেক্ষা করে, মাথার ঘাম পায়ে ফেলে তারা কৃষি থেকে শুরু করে বিভিন্ন কাজে শ্রম দিয়ে এ দেশের অর্থনীতির উন্নয়নের চাকাকে সচল রেখেছেন । যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান আরও বলেন, প্রত্যেকটা মানুষই শ্রমজীবী ।
শ্রেণিভেদে প্রতিটি মানুষ একেকটি পেশায় নিয়োজিত রয়েছেন । চলমান তীব্র তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়েছেন সারাদেশের শ্রমজীবী মানুষ । আর্থ-সামাজিক উন্নয়নে বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । শিল্প ও শ্রমবান্ধব বর্তমান সরকার শ্রমিকের সার্বিক কল্যাণ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর কাজ করে যাচ্ছেন ।
মোঃ তৈয়্যবুর রহমান আরও বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের পেশাগত নিরাপত্তা ও সুস্থতাসহ সার্বিক অধিকার নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, এ বিবেচনায় মহান মে দিবসে এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি ।
মোঃ তৈয়্যবুর রহমান আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মেহনতি মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছেন । বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই মে দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করেন এবং পহেলা মে দিনটিকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেন।
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের অধিকার, স্বার্থ ও কল্যাণের সঙ্গে মহান মে দিবসের অন্তর্নিহিত তাৎপর্য ওতপ্রোতভাবে জড়িত। তাই তাদের জীবনমান উন্নয়ন এবং ন্যায্য অধিকার রক্ষায় সকলকে স্ব স্ব ক্ষেত্রে ঐকান্তিকভাবে দায়িত্ব পালন করারও অনুরোধ করেন মোঃ তৈয়্যবুর রহমান।
লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে নেমেছেন প্রার্থীরা