রবিবার , ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
রিফাত, পাবনাঃ
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বায়া তায়জল বাজারের মাঠে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
করমজা ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফি।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য কে এম হারুন অর রশিদ, সাঁথিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক শামসুল আলম খাঁন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাত্তার জিন্নাহ, ঢাকা জেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মজনু, করমজা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এমদাদুল হক, বেড়া ডিগী কলেজের সাবেক প্রো ভিপি সোহেল রানা, কাশিনাথপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি টিটু কাজী, কৃষকদলের নেতা সুজা উদ্দিন সুজন, আক্তারুজ্জামান, যুবদল নেতা জুবায়ের হোসেন মানিকসহ কৃষকদলের নেতাকর্মীবৃন্দ।