সোমবার , ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
রিফাত, পাবনাঃ
পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী বাজারে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রি করার অপরাধে ১জন সারের ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
বুধবার (১ জানুয়ারি) এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার নূরে আলম ও সাঁথিয়া থানা পুলিশ।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম এ অভিযান চালিয়ে সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী বাজারে সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রি করার অপরাধেই মোবাইল কোর্টে পরিচালনা করে ১ জন সারের ডিলারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২০,০০০/-টাকা জরিমানা আদায় করেন ।
এবিষয়ে সাঁথিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট এর অভিযান অব্যাহত থাকবে।